ড. মুহাম্মদ ইউনূস ও ক্যাথরিন ওয়েস্ট। ছবি : সংগৃহীত
বাংলাদেশ রাষ্ট্রের গণতান্ত্রিক যাত্রায় নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের ভিশনের দিকে তাকিয়ে রয়েছে যুক্তরাজ্য। এক্ষেত্রে ইউনূসের সরকার কী ধরনের সহায়তা চায়, যুক্তরাজ্য সেই অনুযায়ী সমর্থন দেওয়ার চেষ্টা করবে।
আজ রবিবার (১৭ নভেম্বর) যুক্তরাজ্যের প্রশান্ত মহাসাগর অঞ্চল বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট সাংবাদিকদের এসব বলেছেন।
এর আগে এদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন তিনি।
ক্যাথরিন বাংলাদেশের রাজনৈতিক সমঝোতার বিষয়টি উল্লেখ করেন। তার বক্তব্যের প্রেক্ষিতে দেশের সকল রাজনৈতিক দলের সমান সুযোগ পাওয়ার বিষয়ে প্রশ্ন করেন এক সাংবাদিক।
ব্রিটিশ আন্ডার সেক্রেটারি বলেন, অবশ্যই। আশা করছি, ড. ইউনূস বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে তার দৃষ্টিভঙ্গি প্রকাশ করবেন। আর তা উন্মোচন হবে। যুক্তরাজ্য পরবর্তী পর্যায়ে বাংলাদেশের নাগরিকদের সমর্থন দেওয়ার চেষ্টা করবে।
যুক্তরাজ্যে অবস্থান করা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে ফেরা নিয়ে বৈঠকে কোনো কথা হয়েছে কি-না, এমন প্রশ্নে তিনি বলেন, আমাদের মধ্যে আলাদা কোনো বিষয় নিয়ে কথা হয়নি। তবে আমরা সরকারকে সমর্থন করতে চাই। কেননা, এখন একটি ক্রান্তিকাল চলমান রয়েছে। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার যে বিষয়গুলো নিয়ে কাজ করছে তাতে আমরা ড. ইউনূসকে সমর্থন করতে চাই।
বাংলাবার্তা/এমআর