ছবি: বাংলাবার্তা
প্রবাসীদের ভোগান্তি কমাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস হেল্প ডেক্স চালু হয়েছে।
আজ রবিবার (১৭ নভেম্বর) বিমানবন্দরে এক অনুষ্ঠানের মাধ্যমে এই হেল্প ডেক্স উদ্বোধন করা হয়।
উদ্বোধন শেষে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান সংবাদমাধ্যমকে বলেন, ‘শাহজালাল বিমানবন্দরের যাত্রীদের সেবায় বিভিন্ন সংস্থা নানান পদক্ষেপ নিয়েছে। কাস্টমসের পক্ষ থেকেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। যাত্রীরা যেন সহজেই কাস্টমসের কাছ থেকে সেবা পান, আমরা সে ব্যবস্থা গ্রহণ করেছি।’
শাহজালাল বিমানবন্দরের ভেতরে এনবিআরের এই হেল্প ডেক্সের মাধ্যমে রেমিট্যান্স যোদ্ধাদের এবং যাত্রীদের সেবা আরও ত্বরান্বিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এনবিআর চেয়ারম্যান।
তিনি বলেন, ‘কাস্টমসের বিরুদ্ধে যাত্রীকে নাজেহাল করার মতো অভিযোগ এলেও আমরা সংশ্লিষ্ট ব্যক্তি বা ওই বিষয়ে বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।’
এসময় এনবিআর চেয়ারম্যান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘এয়ারক্রাফটের ভেতরে সোনা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আব্দুর রহমান খান বলেন, ‘যেসব এয়ারক্র্যাফটের ভেতরের সোনা পাওয়া যাবে এর দায়-দায়িত্ব অবশ্যই তাদেরকেই নিতে হবে। বার বার এ ধরনের ঘটনা ঘটলে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে আইনি ব্যবস্থা গ্রহণ করব।’
ব্যাগেজ রুলে ব্যাপক পরিবর্তন আনা হবে জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘কিভাবে দেশে সোনা আসছে এর উত্তর আমার কাছে নেই। তবে আমদানির তথ্য দেখলে জানা যায়, সোনা আমদানি কম হচ্ছে। আমরা এটা নিয়ে কাজ করব।’
তিনি আরও বলেন, ‘বিমানবন্দরে প্রবাসীদের সহায়তা করতে কাস্টমস কাজ করছে। কি পণ্য আনা যাবে আর কোনটি আনা যাবে না এবিষয়ে আমরা আরও প্রচারণা করবো। তাহলে সবার জন্য সহায়ক হবে।’
বাংলাবার্তা/এমআর