ছবি : সংগৃহীত
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর সরকারি তিতুমীর কলেজে পুলিশের বিপুল সংখ্যক সদস্যকে মোতায়েন করা হয়েছে। অপরদিকে কলেজটিকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবিতে শিক্ষার্থীরাও জড়ো হচ্ছেন ।
আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে কলেজ এলাকায় চিত্র দেখা গেছে।
পূর্ব ঘোষণা অনুযায়ী, শিক্ষার্থীদের আজও সড়ক ও রেলপথ অবরোধ করার কথা।বেলা ১১টা থেকে এই কর্মসূচি তাদের।
উপস্থিত শিক্ষার্থীরা বলছেন, তারা যেকোনো মূল্যে আগের দিনের মতো আজও সড়ক ও রেলপথ অবরোধ করবেন। এ জন্য বিপুল সংখ্যক শিক্ষার্থীও কলেজ ক্যাম্পাসে জড়ো হচ্ছেন।
তবে পুলিশ ও সেনা সদস্যরা শিক্ষার্থীদের সড়ক ও রেলপথ অবরোধ ঠেকাতে আজ কঠোর অবস্থান নিয়েছে। সকাল থেকেই তিতুমীর কলেজের ভেতরে কয়েকশ পুলিশ সদস্য অবস্থান নিয়েছেন। দায়িত্ব পালন করছেন সেনাবাহিনীর সদস্যরাও।
দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা জানান, শিক্ষার্থীরা যেকোনো কর্মসূচি করতে পারে। তবে সেটা কলেজের ভেতরেই করতে হবে। রাস্তা অবরোধ করলে মানুষের ভোগান্তি হবে। এ পরিস্থিতি তৈরি করতে দেওয়া হবে না।
সেজন্য শিক্ষার্থীদের কলেজের ভেতরে কর্মসূচি করার আহ্বান জানিয়েছেন তারা। একই সঙ্গে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কলেজে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তারা।
বাংলাবার্তা/এমআর