ছবি : সংগৃহীত
আজ গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দাবি আদায়ের আন্দোলনে নেমেছেন পোশাক শ্রমিকরা। এতে এই মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকায় যানবাহন চলাচল স্থবির হয়ে গেছে। অবর্ণনীয় ভোগান্তিতে পড়েছেন যানবাহনের চালক ও যাত্রীরা।
ডরিন ফ্যাশন লিমিটেড ও বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টার পর গাজীপুর মহানগরীর জিরানী ও চক্রবর্তী এলাকায় মহাসড়ক অবরোধ করেন।
সরেজমিনে দেখা যায়, অবরোধের কারণে সড়কের দুপাশে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে অবর্ণনীয় ভোগান্তিতে পড়েছেন যাত্রী-চালকরা। সড়ক বন্ধ থাকায় অনেকেই বিকল্প সড়ক দিয়ে যাতায়াত করছেন।
কারখানা শ্রমিক ও শিল্প পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, অক্টোবরের বেতনের দাবিতে চতুর্থ দিনের মতো আজ সকাল সাড়ে ৯টা থেকে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। সকালে কারখানার সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে চন্দ্রা-নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় অবস্থান নেন তাঁরা। এ সময় সড়ক অবরোধ করলে উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বাংলাবার্তা/এমআর