ছবি : সংগৃহীত
রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশের প্রতিবাদে যাত্রাবাড়ীর দয়াগঞ্জে সড়ক অবরোধ করেছেন রিকশা চালকরা। এসময় পুলিশের সাথে রিকশা চালকদের সংঘর্ষ হয়েচে। এতে পুলিশের দুইজন সদস্য আহত হয়েছেন।
আজ বুধবার দুপুুরে ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা বিক্ষোভ শুরু করেন
যাত্রাবাড়ী থানার ওসি মো. ফারুক আহম্মেদ বলেন, মূল সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চালানোর দাবিতে তারা সড়ক অবরোধ করেছেন। অবরোধে সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়, একপর্যায়ে সড়ক ছেড়ে দেওয়ার জন্য তাদের অনুরোধ করা হয়। কিন্তু তারা পুলিশের কথা শুনেননি। উল্টো পুলিশের উপর হামলা চালিয়েছেন। এতে আমাদের দুইজন সদস্য আহত হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওসি বলেন, বর্তমানে সড়ক অবরোধ ছেড়ে দিয়েছে চালকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এর আগে মঙ্গলবার ঢাকা মহানগর এলাকায় ৩ দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
বাংলাবার্তা/এমআর