ছবি: বাংলাবার্তা
ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সিটি কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়েছেন। তাদের মধ্যে কিছুক্ষণ পরপর চলছে সংঘর্ষ।
আজ বুধবার (২০ নভেম্বর) আড়াইটার দিকে সায়েন্সল্যাব মোড়ে এই সংঘর্ষ শুরু হয়। এতে ওই এলাকার সড়কে যানবাহন চলাচল স্থবির হয়ে পড়ে। সীমাহীন দুর্ভোগে পড়েছেন চালক, যাত্রী ও পথচারীরা।
সরেজমিনে দেখা যায়, সিটি কলেজের শিক্ষার্থীরা কলেজের প্রধান ফটকের সামনে এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে অবস্থান করছেন। দুই পক্ষই কিছুক্ষণ পরপর অন্য পক্ষকে ধাওয়া করছেন এবং ইট-পাটকেল নিক্ষেপ করছেন। এতে অনেকে আহত হয়েছেন।
জানা গেছে, শিক্ষার্থীদের আন্দোলনে বেশি দিন সিটি কলেজ বন্ধ ছিল। আজ আবারও সিটি কলেজে ক্লাস শুরু হয়। অপরিদিকে ফ্যাসিস্ট শেখে হাসিনার সহযোগী শিক্ষকদের পদত্যাগ দাবিতে ঢাকা কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করছেন। এরই মধ্যে দুপুরের দিকে ঢাকা কলেজের একটি বাসে সায়েন্সল্যাব এলাকায় ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে বাগবিতণ্ডার একপর্যায়ে সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
বাংলাবার্তা/এমআর