ছবি : সংগৃহীত
বাংলাদেশ সেনাবাহিনী এবং দুর্ভোগে পড়া পথচারী ও জনতার ধাওয়ায় রাজধানীর রামপুরায় সড়ক থেকে সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকরা। বর্তমানে ওই এলাকায় যানবাহন চলাচল শুরু হয়েছে। তবে যানবাহনকে জ্যাম ঠেলে চলতে হচ্ছে।
আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুর একটার দিকে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে গিয়ে রিকশাচালকদের ধাওয়া দেন। এসময় পথচারী ও সাধারণ জনতাও সেনাবাহিনীর সঙ্গে তাদের ধাওয়া দেন। এতে রিকশাচালক সড়ক ছেড়ে পালিয়ে যান।
এদিন সকাল থেকে মহাখালী, আগারগাঁও, টেকনিক্যাল, গাবতলী, কল্যাণপুর, মোহাম্মদপুর, পল্লবী, ডেমরায় সড়ক অবরোধ করেন অটোরিকশা চালকরা।
জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর-১০-এ যান চলাচল স্বাভাবিক হয়। ট্রাফিক-মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ইয়াসিনা ফেরদৌস ঢাকা পোস্টকে বলেন, মিরপুর-১০ নম্বরে আপাতত যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে আন্দোলনরত ব্যাটারিচালিত রিকশার চালকরা মিরপুর-১০ নম্বরে অবস্থান করছেন। আমাদের ট্রাফিকের লোকজন কাজ করছে। আপাতত মিরপুর-১০ নম্বর দিয়ে যান চলাচল কিছুটা স্বাভাবিক রয়েছে।
বাংলাবার্তা/এমআর