ছবি : সংগৃহীত
ঢাকার জুরাইনে রেলগেট এলাকায় পুলিশ ও ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ঢাকা-পদ্মা সেতু রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
আজ শুক্রবার (২২ নভেম্বর) সকাল ১১টা থেকে এই অবস্থা তৈরি হয়েছে।
কমলাপুর রেলওয়ে স্টেশনের মাস্টার মো. আনোয়ার হোসেন বলেন, জুরাইনে অটোরিকশা চালকরা সকাল ১১টা থেকে রেললাইনে অবস্থান নিয়েছেন। তারা সেখানে রেললাইনে ওপরে বিক্ষোভ করছেন। এর ফলে পদ্মা সেতুতে ট্রেন চলাচল বন্ধ আছে।
তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যতক্ষণ না সবুজ সংকেত দিচ্ছে; ততক্ষণ এই রোডে ট্রেন চলাচল বন্ধ থাকবে। যাত্রীদের যানমালের নিরাপত্তার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ট্রেন চলাচল বন্ধ থাকায় ঢাকা থেকে ফরিদপুর, ঝিনাইদহ, কুষ্টিয়া, যশোর ও খুলনাগামী অনেক যাত্রী এখন কমলাপুর শহরতলি স্টেশনে অপেক্ষা করছেন বলে জানা গেছে৷
শ্যামপুর থানার এসআই নাজমুন নাহার বলেন, অটো রিকশাচালকরা জুরাইনে রেললাইন দখল করে অবরোধ কর্মসূচি পালন করছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
বাংলাবার্তা/এমআর