ছবি : সংগৃহীত
সোনার আন্তর্জাতিক বাজারে তৈরি হয়েছে ব্যাপক অস্থিরতা। আচমকা উত্থান-পতন হচ্ছে। কিছু দিনের বড় দরপতনের পর এবার বড় উত্থান ঘটেছে। এর প্রভাব পড়ছে বাংলাদেশের বাজারেও। চলতি নভেম্বরে ছয় বার দেশের বাজারে সোনার দাম বৃদ্ধি করা হয়েছে।
আন্তর্জাতিক বাজারে দুই সপ্তাহ আগের সোনার বড় দরপতন হয়। ৫ কার্যদিবসে প্রতি আউন্স সোনার দাম ১২২ ডলার কমে গিয়েছিল। এই পতনের পর গেল সপ্তাহে সোনার দামে বড় উত্থান হয়েছে। আউন্সপ্রতি সোনার দাম ১৫৩ ডলার বা
প্রায় সাড়ে ১৮ হাজার টাকা বেড়েছে।
আন্তর্জাতিক বাজারে দরের বড় উত্থান হওয়ায় দেশেও গেল সপ্তাহে সোনার দাম বৃদ্ধি করা হয়েছে। কিন্তু আন্তর্জাতিক বাজারের সাথে মিল রেখে দেশে সোনার দাম বৃদ্ধির হার কিছুটা কম। এতে বাংলাদেশের বাজারে যেকোনো সময় সোনার দাম ফের বৃদ্ধি হতে পারে।
গেল সপ্তাহে ২ দফায় বাংলাদেশে ভালো মানের সোনার ভরিতে ৪৯৩৪ টাকা বাড়ানো হয়েছে। অবশ্য গত সপ্তাহের আগের সপ্তাহে দুই দফায় ভালো মানের সোনার দাম ভরিতে ৪ হাজার ১৯৯ টাকা কমানো হয়।
তথ্য পর্যালোচায় দেখা যায়, বিশ্ববাজারে দফায় দফায় দাম বেড়ে গত ৩০ অক্টোবর প্রতি আউন্স সোনার দাম রেকর্ড ২ হাজার ৭৮৯ ডলারে ওঠে। বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে দাম বাড়ায় বাংলাদেশে ২০, ২৩ ও ৩১ অক্টোবর টানা তিন দফা সোনার দাম বাড়ানো হয়। ৩১ অক্টোবর সব থেকে ভালো মানের এক ভরি সোনার দাম বাড়ানো হয় এক হাজার ৫৭৫ টাকা। এতে ভালো মানের এক ভরি সোনার দাম দাঁড়ায় এক লাখ ৪৩ হাজার ৫২৬ টাকা। দেশের বাজারে এটিই সোনার সর্বোচ্চ দাম।
বাংলাবার্তা/এমআর