ছবি : সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের নিয়োগ দেওয়া প্রধান নির্বাচন কমিশনার-সিইসি এ. এম. এম. মো. নাসির উদ্দীন আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন। একই অনুষ্ঠানে শপথ নিয়েছেন চার নির্বাচন কমিশনার-ইসি।
আজ রবিবার (২৪ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথ বাক্য পাঠ করান।
এর আগে, শপথ নিতে দুপুরের দিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আসেন সিইসিসহ চার নির্বাচন কমিশনার।
গত বৃহস্পতিবার সিইসি হিসেবে সাবেক সচিব এ. এম. এম. নাসির উদ্দীনকে নিয়োগ দেওয়া হয়। একই সাথে আরো ৪ জন নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন নিজের সাংবিধানিক ক্ষমতায় এই নিয়োগ দেন। ওইদিন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের স্বাক্ষর করা পৃথক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
যারা হলেন কমিশনার
- অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার।
- অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমানেল মাসুদ।
- অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমেদ।
- অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।
নির্বাচন কমিশন পুনর্গঠনের জন্য গত ২৯ অক্টোবর আপিল বিভাগের বিচারপতি মো. জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে ৬ সদস্যের সার্চ কমিটি গঠন হয়। কমিটি ১০ জনের তালিকা গতকাল বুধবার রাষ্ট্রপতির দপ্তরে পাঠান।
রাষ্ট্রপতি এই তালিকা থেকে একজনকে সিইসি হিসেবে নিয়োগ দেন। আর ৪ জনকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেন।
বাংলাবার্তা/এমআর