ছবি: বাংলাবার্তা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১২ কেজি সোনাসহ মালয়েশিয়া থেকে আসা এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ ইউনিট।
আজ শনিবার (৩০ নভেম্বর) বাংলাবার্তাকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টম হাউসের যুগ্ম কমিশনার আল আমিন।
শুক্রবার (২৯ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে ওই ব্যক্তিকে আটক করা হয়।
কাস্টমস কর্মকর্তা আল আমিন বলেন, ‘গত রাত ১১টা ৪৫ মিনিটে মালয়েশিয়া থেকে আসা ফ্লাইট এমএইচ ১৯৬-এর একজন যাত্রী শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন। পরে মালয়েশিয়ার নাগরিক ওই যাত্রীকে নজরদারির মধ্যে রাখা হয়। এ সময় তাকে কাস্টম কর্তৃপক্ষ আর্চওয়েতে স্ক্যান করার পর শরীরের ভেতরে লুকিয়ে রাখা ১২টি সোনার বার পাওয়া যায়। প্রতিটি বারের ওজন ১ কেজি হিসাবে সর্বমোট ১২ কেজি।’
তিনি আরও বলেন, ‘মালয়েশিয়া থেকে আসা ওই যাত্রীর বিরুদ্ধে কাস্টম আইন এবং ফৌজদারি আইনে মামলা দায়ের করা হয়েছে।’
বাংলাবার্তা/এসজে/এমআর