ছবি: বাংলাবার্তা
ঢাকা কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের (ডিসিএএ) যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহানের বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যা অভিযোগ ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকা কাস্টমস পরিবারবর্গ।
শনিবার (৩০ নভেম্বর) ঢাকা সিএন্ডএফ ভবন চত্তরে আয়োজিত মানববন্ধনে সিএন্ডএফ এজেন্ট ও ঢাকা কাস্টমস সাধারণ কর্মচারীরা বিগত সরকারের সময় শাহজাহানের বিরুদ্ধে হওয়া হামলা-মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
প্রতিবাদকারী এসময় বলেন, ‘আমরা এখানে দাঁড়িয়েছি শাহজাহান সাহেবের বিরুদ্ধে যে মিথ্যা অভিযোগ, অপপ্রচার ও মামলা হামলা হয়েছে, সেগুলো প্রতিবাদ জানাতে। তিনি ঢাকা কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের দুই নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি কোনো রাজনৈতিক ব্যক্তি না। তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গেও জড়িত না।’
মানববন্ধনে অংশ নেওয়া সংগঠনটির নেতারা বলেন, ‘পতিত ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী কিছু অসাধু চক্র ঈর্ষান্বিত হয়ে শাহজাহানের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তারা তাকে লাগাতার হয়রানি করে যাচ্ছে।’
ব্যবসার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে কৃর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান সংগঠনের নেতা ও সাধারণ কর্মচারীরা।
সাধারণ কর্মচারীরা বলেন, ‘শাহজাহান ভাই সাধারণ কর্মচারীদের পাশে সব সময় ছিলেন। তিনি আমাদের জন্য অনেক কিছু করেছেন। তার বিরুদ্ধে হওয়া সকল মামলা দ্রুত প্রত্যাহার চাই। পাশাপাশি অপপ্রচারকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা চাই।’
উল্লেখ্য, ২০০৬ সাল থেকে সুনামের সঙ্গে পণ্য আমদানি-রপ্তানির কাজ করে দেশের অর্থনীতির উন্নয়নে ভূমিকা রাখছেন ঢাকা কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতা মোহাম্মদ শাহজাহান।
বাংলাবার্তা/এমআর