ছবি: বাংলাবার্তা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাত কেজি সোনাসহ পাঁচ যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। তারা অভিনব কায়দায় ওয়েল্ডিং মেশিনের কয়েলের ভেতরে লুকিয়ে এই সোনা ঢাকায় নিয়ে আসেন। যার বর্তমান বাজারমূল্য প্রায় ৭ কোটি ৫০ লাখ টাকা।
আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের যুগ্ম কমিশনার মো. আল আমিন।
সোমবার (২ ডিসেম্বর) দিনগত রাত সোয়া ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত মালয়েশিয়া থেকে আসা যাত্রীদের লাগেজ স্ক্যানিং করে এই সোনা উদ্ধার করা হয়।
বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ জানায়, ওই ৫ যাত্রী মালয়েশিয়া থেকে ঢাকায় আসেন। তাদের থেকে অভিনব কায়দায় ওয়েল্ডিং মেশিনের কয়েলের ভেতরে লুকায়িত ৫টি সোনার চাকতি, ২টি সোনার টুকরা ও ১০০ গ্রাম সোনার অলঙ্কার জব্দ করা হয়েছে। ঢাকার কাস্টমস হাউস কমিশনারের কাছে গোপন সংবাদ আসে যে, মালয়েশিয়া হতে কিছু যাত্রী চোরাচালানকৃত সোনাসহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হাউস প্রিভেন্টিভ দল ও সংশ্লিষ্ট শিফটে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন। মালয়েশিয়া হতে আসা এয়ার এশিয়া, ফ্লাইট নং-একে৭৯ এবং বাতিক এয়ার, ফ্লাইট নং-ওডি ১৬২ অবতরণের পর রাত ২টা ২০ মিনিট হতে ৩টা ২৪ মিনিট পর্যন্ত সন্দেহজনক যাত্রীদের তল্লাশি করা হয়। এসময় যাত্রীদের কম্বলে প্যাচানো অন্যান্য মালামালের সঙ্গে ওয়েল্ডিং মেশিন চিহ্নিত করে স্ক্যান করা হয়। প্রতিটি ওয়েল্ডিং মেশিনের কয়েলের ভেতরে মোট ৫টি সোনার চাকতি, ২টি সোনার টুকরা ও ১০০ গ্রাম সোনার অলঙ্কারের অস্তিত্ব পাওয়া যায়। যার ওজন প্রায় ৭ কেজি। এগুলোর বর্তমান বাজারমূল্য প্রায় ৭ কোটি ৫০ লাখ টাকা।
চোরাচালানের মাধ্যমে আনা এই সোনার উৎস শনাক্ত করতে কাস্টমস কর্তৃপক্ষ অধিকতর তদন্ত কার্যক্রম শুরু করেছে। মূল আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ফৌজদারি মামলা দায়ের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে কাস্টমস হাউস কর্তৃপক্ষ।
বাংলাবার্তা/এমআর