ছবি : সংগৃহীত
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পুলিশ ও র্যাবের পরিচয়ে মালামাল ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় চারজনকে আটক করা হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) রাতে তাদেরকে আটক করে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
এপিবিএন জানায়, সোমবার রাত আটটার দিকে শাহজালাল বিমানবন্দরে প্রবেশ করে ক্যানোপি এলাকার বাইরে মোহাম্মদ নাজমুল নামে এক ব্যক্তির কাছ থেকে মালামাল ছিনিয়ে নেয় তারা। মালামালসহ পালানোর সময় একটি মাইক্রোসহ (ঢাকা মেট্রো-গ ১৭-৭৪১৮) তাদের আটক করা হয়। আটকরা হলেন- সার্জেন্ট মো. ইকবাল, পুসিদার হোসেন, মো. মাকসুদ ও মো. আসাদুল হক।
বিমানবন্দর থানা পুলিশ নিশ্চিত করেছে- আটকদের মধ্যে সার্জেন্ট ইকবাল ও মো. মাকসুদ সেনাবাহিনীর সদস্য। তারা দুই জনই বর্তমানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাবে কর্মরত। পুলিশ কনস্টেবল পুসিদার হোসেন বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত। আর মো. আসাদুল হক নিজেকে ব্যবসায়ী বলে পরিচয় দিয়েছেন। তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে।
সূত্র জানায়, আটকরা দীর্ঘদিন ধরে বিমানবন্দর ও আশপাশে বিমানযাত্রী ও সহযাত্রীদের থেকে মালামাল ছিনতাই করে আসছিল।