ছবি : সংগৃহীত
ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলায় সময় দায়িত্বে অবহেলার কারণে পুলিশের ৩ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি সাতজন নাগরিককে আটক করে পুলিশ।
আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভারতের গণমাধ্যম ইন্ডিয়া টুডে এনই এই তথ্য দিয়েছে।
গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, সোমবার (২ ডিসেম্বর) আগরতলায় বাংলাদেশর দূতাবাসে উগ্র হিন্দুদের হামলা ও বাংলাদেশে জাতীয় পতাকা অপমান করার ঘটনায় ত্রিপুরা পুলিশের ৩ সাব-ইন্সপেক্টরকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে পুলিশ সদর দফতরের ডিওয়াইএসপিকে প্রত্যাহার করা হয়েছে।
মূলত সোমবার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে অবস্থান কর্মসূচিসহ ব্যাপক বিক্ষোভের আয়োজন করা হয়। এসময় বিক্ষোভকারীরা বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের বিরুদ্ধে কথিত নিপীড়নের নিন্দা এবং ইসকন সদস্য চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর মুক্তি দাবির নামে সেখানে তাণ্ডব চালায়।
গতকাল আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের ভেতরে ঢুকে হামলা চালায় দেশটির উগ্রবাদী হিন্দুরা। হিন্দুত্ববাদী সংগঠন ‘হিন্দু সংঘর্ষ সমিতি’সহ কয়েকটি সংগঠনের সমর্থকরা এই হামলায় অংশ নেয়। একই দিন মুম্বাইয়ের বাংলাদেশ উপহাইকমিশনের কাছাকাছি বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) আয়োজনে কয়েকশ লোক বিক্ষোভ করেন। হিন্দু সংঘর্ষ সমিতি হলো ভিএইচপির সহযোগী সংগঠন।
এই ঘটনায় গতকাল রাতেই তীব্র ক্ষোভ জানিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আগরতলার এই ঘটনা ছিল পূর্ব পরিকল্পিত এবং বিক্ষোভকারীদের হাইকমিশন প্রাঙ্গণে প্রবেশের সুযোগ করে দেওয়া হয়েছিল।
বাংলাবার্তা/এমআর