ছবি : সংগৃহীত
দেশের সকল রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও ছাত্রদের প্রতিনিধির সঙ্গে আজ বুধবার (৪ ডিসেম্বর) বৈঠকে বসবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস।
দেশের চলমান ইস্যুগুলো নিয়ে জাতীয় ঐক্যের ডাক দিতে তার এই বৈঠক।
গতকাল মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৈঠকের বিষয়টি জানান।
তখন তিনি জানান, বুধবার (আজ) সকল রাজনৈতিক দল এবং পরের দিন বৃহস্পতিবার (আগামীকাল) ধর্মীয় নেতাদের সঙ্গে বসবেন প্রধান উপদেষ্টা।
শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা সকলের সঙ্গে সংলাপ আহ্বান করেছেন। তিনি সকলের সঙ্গে বসবেন। এই বৈঠকের উদ্দেশ্য হলো জাতীয় ঐক্য গঠন। ড. ইউনূস জাতীয় ঐক্যের ডাক দেবেন।
বাংলাবার্তা/এমআর