ছবি : সংগৃহীত
বাংলাদেশের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে ভারতের মিথ্যা প্রচার-প্রচারণা বিশ্ব বা বিশ্বের অন্য মিডিয়াগুলো প্রভাব ফেলতে পারছে না বলে মনে করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক ভলান্টিয়ার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পূর্বাচল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
স্বরাষ্ট্র উপদেষ্টা তার বক্তব্যে বলেন, ‘ভারতীয় মিডিয়াগুলো বাংলাদেশের বিভিন্ন ইস্যু নিয়ে মিথ্যাচার করছে, অপপ্রচার চালাচ্ছে। তবে বিশ্বের অন্য মিডিয়ায় এই অপপ্রচারের তেমন কোনো প্রভাব ফেলছে না।’
তিনি বলেন, ‘বাংলাদেশ নয়, ভারতে শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা উচিৎ। জাতীয় ঐক্যের যে ডাক দেওয়া হয়েছে তাতে ষড়যন্ত্র মোকাবিলা ও বাংলাদেশের শৃঙ্খলা রক্ষায় ইতিবাচক সাড়া ফেলছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘১৯৮৫ সালে প্রথমবারের মতো এই দিবস (আন্তর্জাতিক ভলান্টিয়ার দিবস) পালন করা হয়। এখন ফায়ার সার্ভিসের স্বেচ্ছাসেবক মোট ৫৪ হাজার ৩৪৮ জন। আগামীতে এই সংখ্যা বেড়ে ৬৫ হাজার হবে। সকল দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিসের স্বেচ্ছাসেবকেরা সর্বদা তৎপর থাকেন।’
বাংলাবার্তা/এমআর