ছবি : সংগৃহীত
বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করায় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ৩ যুবককে গ্রেফতার করা হয়েছে। রাজ্যের উত্তর চব্বিশ পরগনার বারাসাত রেলওয়ে স্টেশনে ও ৩ জনকে গ্রেফতার করে পুলিশ।
আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ভারতের গণমাধ্যম ‘হিন্দুস্তান টাইমস’ একটি প্রতিবেদনে এই তথ্য দিয়েছে।
গ্রেপ্তাররা কট্টর হিন্দুত্ববাদী সংগঠন ‘বজরং’ এর সদস্য।
হিন্দুস্তান টাইমস জানায়, গতকাল বুধবার সন্ধ্যায় উত্তর চব্বিশ পরগনার বারাসাত রেলস্টেশনে বাংলাদেশের পতাকা এঁকে তার ওপর দাঁড়িয়ে ছিলেন বজরং দলের কয়েকজন সদস্য। এসময় পুলিশ তাদের থানায় নিয়ে যায়।
গ্রেফতাররা হলেন- আর্য দাস, সুবীর দাস ও রিপন চট্টোপাধ্যায়। তারা যে বজরং দলেরই সদস্য, তা স্বীকার করেছেন সংগঠনের নেতা বাপন বিশ্বাস।
তিনি বলেন, গ্রেপ্তার হওয়া তিনজনকে মুক্তি দেওয়া না হলে তাহলে তারা ‘বড় আন্দোলনের’ পথে হাঁটবেন।
সংবাদমাধ্যম বলছে, বারাসত রেলওয়ে স্টেশনে বাংলাদেশের পতাকা এঁকে তার ওপরে দাঁড়ানোর অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হল। বুধবার বারাসত স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে রং দিয়ে বাংলাদেশের পতাকা আঁকতে থাকেন বজরং দলের সদস্যরা।
বাংলাবার্তা/এমআর