ছবি : সংগৃহীত
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম দালিলিকভাবে জাতীয় কবির স্বীকৃতি দিতে গেজেট জারির উদ্যোগ নেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠকে গেজেটের খসড়া উত্থাপন করার কথা রয়েছে। অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এই বিষয়ে এরই মধ্যে সকল ব্যবস্থা নিয়েছে।
কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি, এটি এত দিন যাবৎ মানুষের মুখে মুখে ছিল। কিন্তু কোনো ধরনে দালিলিক প্রমাণপত্র ছিল না।
১৯৮৭ সাল থেকে কাজী নজরুল ইসলামকে দেশের জাতীয় কবির মর্যাদা দেওয়া হলেও এ বিষয়ে রাষ্ট্রীয় কোনো স্বীকৃতি নেই। শুধু কবি কাজী নজরুল ইনস্টিটিউট আইনে জাতীয় কবি হিসেবে কাজী নজরুল ইসলামের নাম লেখা আছে।
এই স্বীকৃতির পর বাংলাদেশের জাতীয় কবি হিসেবে কাজী নজরুল ইসলামের নাম সংবিধানে অন্তর্ভুক্ত করার প্রস্তাব উপদেষ্টা পরিষদে উত্থাপন করা হচ্ছে।
১৮৯৯ সালের ২৪ মে (জ্যৈষ্ঠ ১১, ১৩০৬ বঙ্গাব্দ) ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম।
বাংলাবার্তা/এমআর