ফটো কোলাজ: বাংলাবার্তা
বদলি-পদোন্নতির ব্যাপারে খাদ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের তদবিরে অস্থির খাদ্য অধিদপ্তর। অযৌক্তিক ব্যাপারে তদবির না করে খাদ্য অধিদফতরের ডিজিদের কাছে আবেদন পাঠানোর আদেশ জারি করেছে অধিদফতর। কোনো কর্মকর্তা ও কর্মচারী আদেশটি না মানলে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে।
খাদ্য অধিদফতরর থেকে সম্প্রতি আদেশটি জারি হয়েছে।
আদেশে বলা হয়েছে, ‘লক্ষ্য করা যাচ্ছে যে, খাদ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীগণ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন না করে সরাসরি মহাপরিচালকের কাছে বদলি, পদোন্নতি এবং নানান বিষয়ে আবেদন করে তা বিভিন্ন তদবিরকারকদের হাতে দিয়ে দিচ্ছেন। এটি সম্পূন্নভাবে অপেশাদার, শিষ্টাচার বহির্ভূত; একইসঙ্গে সরকারি চাকরি আইন-২০১৮ পরিপন্থী কাজ।’
খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সব প্রকার যৌক্তিক আবেদন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে মহাপরিচালক বরাবর পাঠানোর নির্দেশনা দেওয়া হলো। নির্দেশ অমান্যকারী কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে বিধি মোতাবেক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
বাংলাবার্তা/এমআর