ছবি : সংগৃহীত
সম্প্রতি বাংলাদেশের অভ্যন্তরীণ নানান বিষয়ে ভারতের আগ্রাসী আচরণের প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তারা।
অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য প্রস্তুত বলে জানান এই সাবেক কর্মকর্তারা।
আজ শনিবার (৭ ডিসেম্বর) ঢাকার রাওয়া ক্লাবের সামনে ভারতের আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে এই ঘোষণা দেন তারা।
সাবেক এই সেনাকর্মকর্তারা বলেন, ৫ আগস্টের পর ভারতের অনেক রাজনীতিবিদ ও গণমাধ্যম লাগাতার আগ্রাসী আচরণ করে চলেছে।
তারা বলেন, ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা হয়েছে। আমাদের জাতীয় পতাকার অবমাননা করা হয়েছে। এতে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকিতে পড়ছে।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে সাবেকরা বলেন, ভারতের সাথে নতজানু পররাষ্ট্র নীতি নয়, হতে হবে সমতার ভিত্তিতে। এছাড়া বিগত সরকারের সময় ভারতের সাথে করা চুক্তিগুলো প্রকাশের দাবিও করা হয়।
বাংলাবার্তা/এমআর