ছবি : সংগৃহীত
বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সীমান্ত এলাকায় ড্রোন মোতায়েন করেছে বলে যে সংবাদ প্রচার হচ্ছে সেটি মিথ্যা ও বানোয়াট বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং।
আজ শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে ড. মুহাম্মদ ইউনূসের প্রেস উইংয়ের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এক পোস্টে বিষয়টি জানানো হয়।
ফেসবুক পোস্টে প্রেস উইং জানায়, ‘সীমান্তে ড্রোন মোতায়েন করার খবরটি ভুয়া ও বানোয়াট।’
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, ‘বাংলাদেশ তার রুটিন কার্যক্রম ছাড়া দেশের কোনো অংশে ড্রোন মোতায়েন করেনি। সংবাদটি বাংলাদেশের বিরুদ্ধে একটি সাজানো অভিযানের অংশ।’
ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে দাবি করেছিল, ‘পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশ ড্রোন মোতায়েন করেছে।’ মূলত এই খবরও ভারতীয় মিডিয়াগুলোর বাংলাদেশের বিরুদ্ধের লাগাতার মিথ্যাচার, গুজব ও অপপ্রচারের অংশ।
বাংলাবার্তা/এমআর