ছবি : সংগৃহীত
আগামী বছর অর্থ্যাৎ ২০২৬ সালের আগে নির্বাচিত সরকার দেখা যেতে পারে বলে ধারণা করছেন শিক্ষা ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।
এই উপদেষ্টা বলেন, ‘অল্প সময়ে বাংলাদেশ ধনী রাষ্ট্রে পরিণত হওয়াটা সম্ভব নয়। এর জন্য রাজনৈতিক সরকার প্রয়োজন। আমরা হয়তো আগামী বছর (২০২৫ সাল) একটা নির্বাচিত সরকার দেখতে পাবো।’
আজ শনিবার (৭ ডিসেম্বর) বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান-বিআইডিএসের আয়োজনে এবিসিডি সম্মেলনে এ কথা বলেন তিনি।
শিক্ষা উপদেষ্টা বলেন, ‘অর্থনৈতিক ও আয় বৈষম্য এই মুহূর্তে বড় একটি দুশ্চিন্তার বিষয়। এই বৈষম্য দূর করতে মানসম্পন্ন শিক্ষা দরকার, যা থেকে অনেক দূরে রয়েছে বাংলাদেশ।’
তিনি বলেন, ‘উন্নত বিশ্ব থেকে পাওয়া সুযোগ-সুবিধা অব্যাহত রাখার বিষয়ে আমরা পর্যালোচনা করছি। এখনো চলমান রয়েছে আলোচনা। এতে অনেক দেশই ইতিবাচক সাড়া দিয়েছে আমাদের সঙ্গে।’
শিক্ষা উপদেষ্টা বলেন, ‘বড় বড় সব কোম্পানিগুলোর টাকা বাইরে চলে গেছে। ব্যালেন্স সিটে অনেক টাকা থাকলেও ব্যাংকের সব টাকা বাইরে চলে গেছে।’
বাংলাবার্তা/এমআর