ছবি : সংগৃহীত
বাংলাদেশ স্বাধীন হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে। ১৯৭১ সালের এই যুদ্ধে কয়েক লাখ মানুষ শহীদ হয়েছেন। প্রতিবেশি দেশ ভারত একাত্তরে বাংলাদেশের পক্ষে লড়েছে। তাদেরও অনেক সেনা শহীদ হয়েছেন। কিন্তু ভারতের চেয়ে পাকিস্তানকেই পছন্দ করা মানুষের সংখ্যা বাংলাদেশে অনেক বেশি বলে জানিয়েছে একটি জরিপ।
সম্প্রতি যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদমাধ্যম ‘ভয়েস অব আমেরিকা বাংলার’ জরিপে এই তথ্য উঠে এসেছে।
জরিপটি চালানো হয়েছে মাত্র ১ হাজার মানুষের ওপর। যদিও এই জরিপকে অনেকে সমর্থন করছেন না। অসমর্থনকারীদের দাবি, ‘বাংলাদেশের বেশির ভাগ মানুষই ভারতকে পছন্দ করেন না। আর স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর এই সংখ্যা আরও অনেক বেড়েছে। বিপরীতে পাকিস্তানকে পছন্দ করে বাংলাদেশের বেশির ভাগ মানুষ। জরিপে পাকিস্তানকে পছন্দ করার যে সংখ্যা দেখানো হয়েছে সেটি অনেকটাই যৌক্তি।’
জরিপে দেখা গেছে, উত্তরদাতাদের ৫৯ শতাংশ পাকিস্তানকে ‘পছন্দ’ করেন। অন্যদিকে, ভারতকে ‘পছন্দ’ করেন ৫৩ দশমিক ৬ শতাংশ মানুষ।
জরিপে দেখা গেছে, বাংলাদেশের ৪১.৩ শতাংশ মানুষ দেশ হিসেবে ভারতকে অপছন্দ করেন। অন্যদিকে ২৮ দশমিক ৫ শতাংশ পাকিস্তানকে ‘অপছন্দ’ করে মতামত দেন।
এছাড়া প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাংলাদেশিদের সবচেয়ে ‘অপছন্দ’ হচ্ছে মিয়ানমার। উত্তরদাতারা মিয়ানমারকে ‘অপছন্দ’ স্কেলে ৫৯ দশমিক ১ শতাংশ এবং ‘পছন্দ’ স্কেলে ২৪ দশমিক ৫ শতাংশ রায় দেন।
বাংলাবার্তা/এমআর