ছবি : সংগৃহীত
ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনা ঘটেছে। এসময় উগ্রবাদী ও জঙ্গিবাদী হিন্দুরা ভাঙচুর চালিয়ে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলে।
এই হামলার পর ঢাকা ও দিল্লির মধ্যে সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়েছে। বাংলাদেশ এটিকে ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন হিসেবে ঘোষণা করেছে।
এই ঘটনার পর মার্কিন পররাষ্ট্র দপ্তরও প্রতিক্রিয়া জানিয়েছে। এক সংবাদ সম্মেলনে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ‘যুক্তরাষ্ট্র আশা করে, বাংলাদেশ ও ভারত শান্তিপূর্ণভাবে তাদের মধ্যকার বিবাদমান মতপার্থক্য দূর করবে।’ তিনি আরও বলেন, ‘আমরা চাই সব পক্ষ তাদের মতবিরোধ শান্তিপূর্ণভাবে সমাধান করুক।’
এদিন, (১০ ডিসেম্বর) নিয়মিত ব্রিফিংয়ে এক সাংবাদিক ভারতের আগরতলায় বাংলাদেশের কূটনৈতিক মিশনে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া জানতে চান। তিনি উল্লেখ করেন যে, ভারতের পররাষ্ট্র সচিব সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন এবং উভয় দেশই বাংলাদেশি কূটনৈতিক মিশনে সহিংস হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে।
মিলার বলেন, ‘আমরা আশা করি, দুই দেশ নিজেদের মতপার্থক্য শান্তিপূর্ণভাবে সমাধান করবে এবং সম্পর্ক উন্নত হবে।’
বাংলাবার্তা/এমআর