ছবি : সংগৃহীত
আগামী ১৫ ডিসেম্বর থেকে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) পাওয়া যাবে। পরবর্তী তিন-চার সপ্তাহের মধ্যে আবেদনকারী সবাই এই পাসপোর্ট পেয়ে যাবেন।
আজ বুধবার (১১ ডিসেম্বর) বিষয়টি জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল।
উপদেষ্টা তার ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিও বার্তায় বলেন,‘আমরা জানি, এমআরপি পাসপোর্ট নিয়ে আপনাদের খুব কষ্ট হচ্ছে। আগামী ১৫ ডিসেম্বর থেকে আপনারা এমআরপি পাসপোর্ট পাওয়া শুরু করবেন এবং পরবর্তী ৩-৪ সপ্তাহের মধ্যে আবেদনকারী সকলে এই পাসপোর্ট পেয়ে যাবেন।’
উপদেষ্টা বলেন, ‘আমরা প্রথম অগ্রাধিকার দিচ্ছি সৌদি ও মালেশিয়াতে থাকা আমাদের ভাই-বোনদের। এরপর যেসব দেশে ডিমান্ড বেশি, সেগুলোর সমস্যা সমাধান করা হবে।’
আগামী দুই-তিন বছর পাসপোর্ট নিয়ে কোনো সমস্যা হবে না উল্লেখ করে তিনি বলেন, ‘এত পরিমাণ পাসপোর্ট ছাপানো হচ্ছে যে, আগামী দুই-তিন বছর এই সমস্যা আর কখনো হবে না। ই-পাসপোর্টের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।’
বাংলাবার্তা/এমআর