ছবি : সংগৃহীত
পূর্ব তিমুরের সাথে দুই বিষয়ে সমঝোতা স্মারক সই করল বাংলাদেশ। এরমধ্যে অধিক গুরুত্বপূর্ণ একটি হলো— কূটনৈতিক, সরকারি বা অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি।
আজ রবিবার (১৫ ডিসেম্বর) ঢাকার তেজগাঁওয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই সমঝোতা সই হয়।
দুই দেশের সরকারের মধ্যে দ্বিপাক্ষিক পরামর্শ চক্র (বিসিএম) প্রতিষ্ঠার জন্যও সমঝোতা সই হয়েছে।
পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা ৪ দিনের সরকারি সফরে বাংলাদেশে এসেছেন। দেশটির রাষ্ট্রপ্রধান পর্যায়ের কোনো ব্যক্তির এটিই বাংলাদেশে প্রথম সফর।
শনিবার (১৪ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন তিনি।
বিমানবন্দরে পূর্ব তিমুরের প্রেসিডেন্টকে স্বাগত জানান ড. মুহাম্মদ ইউনূস।
বিমানবন্দরে পূর্ব তিমুরের প্রেসিডেন্টকে লাল গালিচা অভ্যর্থনা দেওয়া হয়। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে সরকারি সফরে ঢাকায় এসেছেন তিনি।
এর আগে, বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রামোস হোর্তার সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন বলেন, এই সরকারি সফরে রামোস হোর্তা বাংলাদেশের বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন বলে আশা করা যাচ্ছে।
বাংলাবার্তা/এমআর