ছবি : সংগৃহীত
তিন দিনের ব্যবধানে পঞ্চগড়ের তাপমাত্রা ফের ৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নামল। শীতের তীব্রতায় জুবুথুবু উত্তরের এই জেলা।
রবিবার (২২ ডিসেম্বর) সকাল ৯টায় জেলার তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে জানায়, ১০ থেকে ৮ ডিগ্রির মধ্যে তাপমাত্রা রেকর্ড হলে মৃদু শৈত্যপ্রবাহ হয়ে থাকে। এটি মৃদু শৈত্যপ্রবাহ।
জেলার বিভিন্ন অঞ্চল ভোর থেকেই কুয়াশায় মোড়ানো। রোদ উঠলেও গত দিনের মতো ঝলমলে সকাল নয়। উত্তরের হিমেল হাওয়ায় নতুন করে বেড়েছে শীতের মাত্রা। তবে জীবিকার তাড়নায় নিম্নবিত্তরা কাজে নেমেছেন সকাল থেকেই।
শ্রমিকরা বলছেন, মাঝখানে ৬ দিন বইছিল মৃদু শৈত্যপ্রবাহ। পরে গত তিনদিন তাপমাত্রা বেড়ে যাওয়ায় শীতের তীব্রতা কমেছিল। আজ আবার শীত বেশি মনে হচ্ছে। কিন্তু শীত হলেও ঘরে বসে থাকার সুযোগ নেই। পরিবারের মুখে খাবার তুলে দিতে তীব্র শীত উপেক্ষা করেই কাজে যেতে হচ্ছে।
জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, আজকে ফের তাপমাত্রা কমে ৯ ডিগ্রির ঘরে অবস্থান করছে। ১০ থেকে ৮ ডিগ্রির মধ্যে তাপমাত্রা রেকর্ড হলে মৃদু শৈত্যপ্রবাহ হয়ে থাকে। এটি মৃদু শৈত্যপ্রবাহ। রোববার ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
বাংলাবার্তা/এমআর