
ছবি : সংগৃহীত
নিউজিল্যান্ডের ওয়েলিংটনে হচ্ছে বাংলাদেশের নতুন দূতাবাস। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের মহাপরিচালক ও মুখপাত্র মো. রফিকুল আলম বিষয়টি জানিয়েছেন।
তিনি মঙ্গলবার (২৪ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এই কথা জানান।
রফিকুল আলম বলেন, নিউজিল্যান্ডের নাগরিকদের ক্রয়ক্ষমতা বেড়ে যাওয়ায় বাংলাদেশি পণ্য দেশটির সম্ভাবনাময় বাজার হতে পারে। এ অবস্থায় নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে ঢাকার দূতাবাস খোলার বিষয়ে প্রস্তাব করেছে উপদেষ্টা পরিষদ।
গত ৫ ডিসেম্বর প্রধান উপদষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে নিউজিল্যান্ডে বাংলাদেশ দূতাবাস খোলার প্রস্তাবটি গৃহীত হয়।
রফিকুল আলম আরও বলেন, নিউজিল্যান্ডে প্রায় ১০ হাজার বাংলাদেশি বসবাস করছেন এবং প্রায় এক হাজার বাংলাদেশি ছাত্র-ছাত্রী নিউজিল্যান্ডের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছেন। ওয়েলিংটনে বাংলাদেশ হাইকমিশন স্থাপিত হলে নিউজিল্যান্ড প্রবাসী বাংলাদেশিদের কাছে সরাসরি দূতাবাসের সব ধরনের কনস্যুলার সেবা পৌঁছানো সহজ ও সাশ্রয়ী হবে।
বাংলাবার্তা/এমআর