ছবি : সংগৃহীত
বাংলাদেশ সচিবালয়ে লাগা অগুন পরিকল্পিত বলে ধারণা করেছেন বাংলাদেশ নৌবাহিনীর সিনিয়র চিফ পেটি অফিসার মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, আগুন লেগেছে ভবনের ৬ তলা, ৯ তলায়। পাশাপাশি মাঝখানেও। এভাবে বিক্ষিপ্ত শর্ট সার্কিট থেকে কখনো আগুন লাগে না।
বুধবার (২৫ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে সচিবালয়ে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকে সহায়তায় ঘটনাস্থলে মোতায়েন করা হয় নৌবাহিনীর একটি টিমকে।
সেই টিমের একজন আমিনুল ইসলাম। পরিদর্শন শেষে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে তিনি বলেন, যেখানে যেখানে আগুন লেগেছে সব পুড়ে গেছে। আমরা সব এখনো আইডেন্টিফাই করতে পারিনি, তবে করব। আমাদের টিম এখানে আছে, কাজ করছে।
কেন মনে হচ্ছে এটা পরিকল্পিত অগ্নিকাণ্ড— এমন প্রশ্নে তিনি বলেন, শর্ট সার্কিটের আগুন লাগে এক জায়গা থেকে, সব জায়গায় একসঙ্গে ছড়িয়ে পড়ে না। এই আগুন এক সঙ্গে বিভিন্ন স্থানে লেগেছে। সঙ্গত কারণে সন্দেহ হচ্ছে এটা পরিকল্পিত আগুন।
বাংলাবার্তা/এমআর