ফাইল ফটো
‘সংস্কারবিহীন নির্বাচন দেশকে এগিয়ে নিতে পারবে না’ বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তীকালী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
ন্যায়ভিত্তিক সমাজ নির্মাণ ছাড়া শহীদদের আত্মদান অর্থবহ হতে পারে না বলেও জানান তিনি।
ড. ইউনূস বলেন, ‘বাংলাদেশকে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচারের পথে ফেরাবার লক্ষে আমরা কাজ করছি।’
শুক্রবার (২৭ ডিসেম্বর) ঢাকার ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় ঐক্যের লক্ষ্যে শুরু হওয়া দুই দিনব্যাপী সংলাপের প্রথম দিন এসব কথা বলেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, ‘গণঅভুত্থ্যানের মাধ্যমে আমরা বাংলাদেশের রূপান্তর পর্বে প্রবেশ করার অধিকার অর্জন করেছি। এ রূপান্তর দ্রুত সফলভাবে কার্যকর করার জন্য আমাদেরকে সকল শক্তি নিয়োজিত করার প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে। পেছনে ফেরার কোনো সুযোগ আমাদের নেই।’
তিনি আরও বলেন, ‘আমাদের এই কাঙ্ক্ষিত রূপান্তরের লক্ষ্য হবে সকল ধরনের বৈষম্য অবসানের রাজিনৈতিক আয়োজন নিশ্চিত করা। নাগরিক সমতাভিত্তিক একটি রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা।’
বাংলাবার্তা/এমআর