
ফাইল ছবি
নতুন আট উপদেষ্টার নিয়োগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মন্ত্রিপরিষদ বিভাগের অনুমোদনপত্রকে ‘ভুয়া’ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বুধবার (১২ মার্চ) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে ওই অনুমোদনপত্রটি শেয়ার করে স্পষ্টভাবে লিখেছেন: “মিথ্যা ও বানোয়াট।”
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া অনুমোদনপত্রে দাবি করা হয়, মো. ইমরান আলী, ইকবাল করিম ভূঁইয়া, মো. সেলিম হায়দার, মো. জসীম উদ্দিন ভূঁইয়া, মোসাম্মৎ শামসুন নাহার, মোহাম্মদ আব্দুর রব, ড. মো. তৌহিদুল হাসান এবং মো. জুলফিকার আজিজ—এই আটজনকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং তাদের আগামী ২১ মার্চ (শুক্রবার) শপথ গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।
তবে, প্রধান উপদেষ্টার প্রেস সচিবের সরাসরি বক্তব্যের মাধ্যমে স্পষ্ট হয়ে গেছে যে, এই তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি জনগণকে এ ধরনের ভুয়া খবরের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
বাংলাবার্তা/এমএইচ