
ফাইল ছবি
ধর্ষণ মামলার বিচার আরও দ্রুত ও কার্যকর করতে আইন সংশোধনের খসড়া চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
বুধবার (১২ মার্চ) বিকেলে সচিবালয়ে ধর্ষণবিরোধী মঞ্চের দেওয়া স্মারকলিপি গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
আইনে আসছে পরিবর্তন
আইন উপদেষ্টা জানান, ধর্ষণের মামলায় দেরি না করে দ্রুত বিচার নিশ্চিত করতে আইন সংশোধন করা হচ্ছে। ইতোমধ্যেই নতুন আইনের খসড়া তৈরি হয়েছে, যা শিগগিরই চূড়ান্ত অনুমোদনের জন্য পেশ করা হবে।
তিনি আরও বলেন, “নারীর ওপর নির্যাতন ও হয়রানির ক্ষেত্রে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। ধর্মের অপব্যাখ্যা দিয়ে কেউ যদি নারীদের অধিকার খর্ব করতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
নারী সুরক্ষায় কঠোর অবস্থান নারীদের নিরাপত্তা নিশ্চিতে উত্ত্যক্তকারী ও হয়রানিকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন আইন উপদেষ্টা।
তিনি বলেন, “যারা মেয়েদের উত্ত্যক্ত করবে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।”
এছাড়া, মাগুরার শিশু ধর্ষণ মামলার দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে আসিফ নজরুল বলেন,
“ধর্ষণের মতো অপরাধে কোনো ধরনের কালক্ষেপণ বা গাফিলতি সহ্য করা হবে না। যথাযথ প্রক্রিয়ায় দ্রুত বিচার নিশ্চিত করা হবে।”
ন্যায়বিচারে ‘মোরাল পুলিশিং’ নয়, দায়িত্বশীলতা জরুরি
আইন উপদেষ্টা সবাইকে নৈতিকভাবে পরিশুদ্ধ থেকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান। তিনি বলেন, “ন্যায়বিচারের নামে ‘মোরাল পুলিশিং’ (নৈতিকতার দোহাই দিয়ে অন্যকে দমন) গ্রহণযোগ্য নয়। সমাজকে নিরাপদ করতে আমাদের সবাইকে দায়িত্বশীল হতে হবে।”
ধর্ষণের মতো জঘন্য অপরাধ প্রতিরোধে আইন সংশোধনের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপরও জোর দেন তিনি।
বাংলাবার্তা/এমএইচ