
ফাইল ছবি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ঈদ সামনে রেখে শ্রমিকদের বেতন-ভাতা সংক্রান্ত যে কোনো সমস্যা সমাধানের জন্য পুলিশের সহায়তা নেওয়া যেতে পারে, তবে মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১০টায় গাজীপুর শিল্প পুলিশ কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, "সকল শ্রমিকেরই বেতন ও বোনাস পাওয়ার অধিকার রয়েছে। আমরা সবসময় কারখানা মালিকদের সতর্ক করে আসছি যাতে শ্রমিকদের পাওনা যথাসময়ে পরিশোধ করা হয়। তবে শ্রমিকরা যদি তাৎক্ষণিকভাবে সড়কে নেমে জনদুর্ভোগ সৃষ্টি করেন, তা কখনোই কাম্য নয়।"
তিনি আরও বলেন, "আপনাদের যে কোনো সমস্যা পুলিশকে জানান, তথ্য দিয়ে সহায়তা করুন। আইন-শৃঙ্খলা বাহিনী সবসময় সমাধানের চেষ্টা করবে।"
ঈদের সময় নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে আইজিপি জানান, ঢাকাসহ আশপাশের জেলাগুলো ঈদের সময় অনেকটাই ফাঁকা হয়ে যায়, যা চুরি-ডাকাতির সুযোগ তৈরি করতে পারে। এ বিষয়টি মাথায় রেখে পুলিশ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এছাড়াও, সড়কে শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নাজমুল করিম খান, গাজীপুরের পুলিশ সুপার ডা. জাবের সাদিক, শিল্প পুলিশ সুপার একে এম জহিরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।
বাংলাবার্তা/এমএইচ