
ফাইল ছবি
বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও ৬০ দিনের জন্য বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সেনা, নৌ এবং বিমান বাহিনীর ক্যাপ্টেন পদমর্যাদা বা তার চেয়ে উচ্চ পদস্থ কর্মকর্তাদের সারা বাংলাদেশে বিশেষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করার ক্ষমতা দেওয়া হয়েছে। এছাড়াও কোস্টগার্ড এবং বিজিবিতে প্রেষণে থাকা সামরিক কর্মকর্তাদেরও একই ক্ষমতা দেয়া হয়েছে।
এই ক্ষমতা আগামী ১৫ মার্চ থেকে ৬০ দিনের জন্য কার্যকর হবে। এটি ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর বিভিন্ন ধারার অধীনে প্রদত্ত।
গত বছর ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গত ১২ জানুয়ারি পর্যন্ত একাধিকবার সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ানো হয়েছে। প্রথমে সেনাবাহিনী, এরপর নৌবাহিনী এবং বিমান বাহিনীর কর্মকর্তাদের এই ক্ষমতা দেওয়া হয়। তৃতীয়বারের মতো এই মেয়াদ বৃদ্ধির মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা অব্যাহত রাখা হচ্ছে।
বাংলাবার্তা/এমএইচ