
সংগৃহীত
বাংলাদেশ ও গাম্বিয়ার মধ্যকার কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি দুই দেশের সম্পর্ক আরও গভীর করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং গাম্বিয়ার পক্ষে স্বাক্ষর করেন পররাষ্ট্রমন্ত্রী ড. মামাদু টাঙ্গারা। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।
রোহিঙ্গা ইস্যুতে গাম্বিয়ার প্রশংসনীয় ভূমিকা
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রোহিঙ্গা ইস্যুতে গাম্বিয়ার দৃঢ় অবস্থান ও আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গাদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে গাম্বিয়ার নেতৃত্ব প্রশংসনীয়। তাদের এই মানবাধিকার রক্ষার অঙ্গীকার বাংলাদেশ-গাম্বিয়া সম্পর্ককে আরও সুদৃঢ় করেছে।
চুক্তির গুরুত্ব
এই চুক্তিকে দুই দেশের ক্রমবর্ধমান সম্পর্কের আরেকটি মাইলফলক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এটি কূটনৈতিক যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা আরও বাড়াবে।
উপস্থিত প্রতিনিধিদল
গাম্বিয়ার প্রতিনিধিদলে ছিলেন—
- বাংলাদেশে নিযুক্ত গাম্বিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত মোস্তফা যাওয়ারা,
- গাম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক সিক ওমর বিনতে,
- বাংলাদেশবিষয়ক ডেস্ক অফিসার আদামা সাল্লাহ।
বাংলাদেশের প্রতিনিধিদলে ছিলেন—
- পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আফ্রিকা) বিএম জামাল হোসেন,
- পরিচালক তাহলিল দিলাওয়ার মুন,
- সিনিয়র সহকারী সচিব মো. জিয়াউর রহমান প্রমুখ।
বাংলাদেশ ও গাম্বিয়ার মধ্যে এই চুক্তি ভবিষ্যতে আরও সহযোগিতার দ্বার উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।
বাংলাবার্তা/এমএইচ