
সংগৃহীত
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন এবং রোহিঙ্গাদের দুর্দশার কথা সরাসরি শুনেছেন। শুক্রবার (১৪ মার্চ) দুপুর ১২টা ৫০ মিনিটে একটি বিশেষ ফ্লাইটে তিনি কক্সবাজার পৌঁছান। তার সঙ্গে ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বিকেল ২টা ১২ মিনিটে উখিয়ার ১৮ নম্বর ক্যাম্পে যান গুতেরেস। সেখানে তিনি লার্নিং সেন্টার পরিদর্শন করেন এবং রোহিঙ্গা শিশুদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর তিনি রোহিঙ্গা সাংস্কৃতিক স্মৃতিকেন্দ্র ঘুরে দেখেন এবং সেখানে উপস্থিত রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন।
অন্যদিকে, দুপুর ২টা ৪৫ মিনিটে খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন ড. মুহাম্মদ ইউনূস। তিনি প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
এর আগে, কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম। পরে ড. মুহাম্মদ ইউনূস বিমানবন্দরের উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেন।
এছাড়া, বিকেলে তিনি কক্সবাজার সমুদ্র সৈকত সংলগ্ন বিয়াম ফাউন্ডেশনে যান এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সুশীল সমাজ, এনজিও প্রতিনিধি ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।
জাতিসংঘ মহাসচিবের এই সফর রোহিঙ্গা সংকটের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ বাড়াতে কতটা কার্যকর হয়, সেটিই এখন দেখার বিষয়।
বাংলাবার্তা/এমএইচ