
ফাইল ছবি
ঈদুল ফিতরকে সামনে রেখে শুরু হয়েছে ট্রেনের আগাম টিকেট বিক্রি। তবে চাহিদা এতটাই বেশি যে কয়েক মিনিটের মধ্যেই সব আসন ফুরিয়ে গেছে।
শনিবার সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ২৫ মার্চের টিকেট উন্মুক্ত হওয়ার পর মাত্র ২০ মিনিটের মধ্যেই সব টিকেট বিক্রি হয়ে যায়।
প্রথম ৩০ মিনিটেই কোটি হিটের কাছাকাছি!
রেলওয়ের ঢাকা বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মহব্বত জান চৌধুরী জানিয়েছেন, সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে রেলওয়ের টিকেটিং সাইটে ৭৩ লাখ হিট পড়েছে। অন্যদিকে, টিকেট বিক্রির দায়িত্বে থাকা সহজের চিফ অপারেটিং অফিসার সন্দীপ দেবনাথ বলেন, ‘‘শুক্রবারের তুলনায় শনিবার হিট প্রায় তিনগুণ বেশি।’’
কোথায় কতক্ষণ টিকেট পাওয়া গেল?
- সকাল ৮টা ৩ মিনিটে কিছু ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) এবং স্নিগ্ধা শ্রেণির টিকেট পাওয়া গেলেও ৮টা ৫ মিনিটেই সব উধাও!
- ৮টা ১০ মিনিটের মধ্যেই রাজশাহী, রংপুর, দিনাজপুর, খুলনা, নাটোর ও বেনাপোলগামী সব এসি কামরার টিকেট শেষ।
- সকাল ৮টা ৩০ মিনিটে শেষ হয়ে যায় সব শ্রেণির টিকেট, শুধু একটি শোভন চেয়ার টিকেট অবিক্রিত ছিল!
স্টেশনে ভিড় কম, অনলাইনেই তুমুল প্রতিযোগিতা
কমলাপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার আনোয়ার হোসেন বলেন, ‘‘এখন সব টিকেট অনলাইনে দেওয়া হয়, তাই স্টেশনে ভিড় কম। দু-একজন এসেছিলেন, তবে তারা ফিরে গেছেন।’’
পরবর্তী টিকেট বিক্রির তারিখ
- ২৬ মার্চের টিকেট – বিক্রি শুরু হবে ১৭ মার্চ
- ২৭ মার্চের টিকেট – ১৮ মার্চ
- ২৮ মার্চের টিকেট – ১৯ মার্চ
- ২৯ মার্চের টিকেট – ২০ মার্চ
- ৩০ মার্চের টিকেট – ২১ মার্চ
- ৩১ মার্চ, ১ ও ২ এপ্রিলের টিকেট – চাঁদ দেখার ভিত্তিতে নির্ধারিত হবে
২০২৩ সালের রোজার ঈদ থেকেই রেলওয়ে শতভাগ অনলাইনে টিকেট বিক্রি শুরু করে। এবারও সেই ধারাবাহিকতা বজায় থাকলেও প্রযুক্তিগত চ্যালেঞ্জ আর বিপুল চাহিদার কারণে অনলাইনে টিকেট কেনাই এখন ঈদের আগে সবচেয়ে কঠিন কাজগুলোর একটি হয়ে দাঁড়িয়েছে!
বাংলাবার্তা/এমএইচ