
ফাইল ছবি
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আশ্বাস দিয়েছেন, যে কোনো সংকট ও দুর্যোগে বাংলাদেশ একা থাকবে না—জাতিসংঘ সবসময় পাশে থাকবে। শনিবার ঢাকায় জাতিসংঘ কার্যালয় পরিদর্শনকালে কর্মীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাংলাদেশের উন্নয়ন ও গণতন্ত্র নিয়ে সন্তুষ্টি
গুতেরেস বলেন, "বাংলাদেশ বর্তমানে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছে, তবে জাতিসংঘ এ দেশের পাশে থাকবে।" একইসঙ্গে তিনি গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় বাংলাদেশের উদ্যোগের প্রশংসা করেন।
ঢাকায় নতুন জাতিসংঘ ভবন পরিদর্শন
জাতিসংঘের ৫০ বছর পূর্তিতে নতুন ‘জাতিসংঘ কমন প্রাঙ্গণ’ পরিদর্শন করেন মহাসচিব। সেখানে তিনি আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন এবং জাতিসংঘের পতাকা উত্তোলন করেন। এর আগে, তিনি জাতিসংঘ কান্ট্রি টিম (UNCT) বাংলাদেশ-এর সঙ্গে বৈঠকে অংশ নেন।
দিনব্যাপী নানা কর্মসূচি
শনিবার জাতিসংঘ মহাসচিবের ব্যস্ত দিন। তার কার্যসূচির মধ্যে রয়েছে—
✅ গোলটেবিল আলোচনা: দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশের সংস্কার প্রস্তাবনা নিয়ে একটি আলোচনা সভায় অংশ নেবেন।
✅ তরুণদের সঙ্গে সংলাপ: বিকেলে তরুণদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।
✅ সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক: বিকালে নাগরিক সমাজের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করবেন।
✅ যৌথ সংবাদ সম্মেলন: বিকাল ৫টা ২০ মিনিটে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে আসবেন গুতেরেস।
রোহিঙ্গা সংকট নিয়ে কক্সবাজার সফর
চারদিনের সফরে বৃহস্পতিবার (১৩ মার্চ) ঢাকায় আসেন জাতিসংঘ মহাসচিব। সফরের দ্বিতীয় দিন শুক্রবার (১৪ মার্চ) তিনি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন এবং রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করেন।
দীর্ঘ সাত বছর পর বাংলাদেশ সফরে আসা গুতেরেস এবারও বাংলাদেশের উন্নয়ন, সংকট মোকাবিলা ও গণতান্ত্রিক প্রচেষ্টার প্রতি জাতিসংঘের দৃঢ় সমর্থনের বার্তা দিলেন।
বাংলাবার্তা/এমএইচ