
সংগৃহীত
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মঞ্জুর কবীর ভূঁইয়া ও স্পেসএক্সের ‘গ্লোবাল এনগেজমেন্ট অ্যাডভাইজা’ রিচার্ড এইচ গ্রিফিতস-এর মধ্যে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
আজ রবিবার অনুষ্ঠিত সাক্ষাতে বাংলাদেশের বিমানবন্দরগুলোর জন্য স্টারলিংকের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবার সম্ভাবনা ও এর মাধ্যমে যাত্রীসেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এ সংক্রান্ত সম্ভাবনাগুলো পর্যালোচনার বিষয়ে একমত হন।
বেবিচক চেয়ারম্যান বাংলাদেশ সফরের জন্য স্পেসএক্স প্রতিনিধিকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে উভয় সংস্থার মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি ২০২৫-এ মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্কের মধ্যে এক ফোনালাপ অনুষ্ঠিত হয়েছিল। সেই আলোচনায় বাংলাদেশে স্টারলিংকের সেবা চালুর সম্ভাবনা ও এর দ্রুত বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বাংলাবার্তা/এমএইচ