
ফাইল ছবি
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার এড়িয়ে যাওয়ার আহ্বানকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।
রবিবার (১৭ মার্চ) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক বিবৃতিতে বলেন, “ধর্ষণ একটি গুরুতর অপরাধ এবং একে যথাযথ নামেই অভিহিত করতে হবে।”
প্রধান উপদেষ্টার কার্যালয়ের কঠোর বার্তা
বিবৃতিতে আরও বলা হয়, “ধর্ষণ মানে ধর্ষণ। এটি ৮ বছরের শিশু হোক বা ৮০ বছরের বৃদ্ধা— অপরাধের ভয়াবহতা একই। এমন সংবেদনশীল বিষয়ে ভাষার বিকৃতি বা লঘুকরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
এছাড়া, সরকার নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে কঠোর অবস্থানে আছে বলে জানানো হয়।
ডিএমপি কমিশনারের বক্তব্য কী ছিল?
শনিবার (১৬ মার্চ) রাজধানীতে গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিতে ‘হেল্প’ অ্যাপের উদ্বোধন অনুষ্ঠানে ডিএমপি কমিশনার গণমাধ্যমকে ‘ধর্ষণ’ শব্দের ব্যবহার এড়িয়ে চলার পরামর্শ দেন।
তার এই মন্তব্যের পরই সমালোচনার ঝড় ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মহল থেকে এ ধরনের বক্তব্য অপরাধ লঘুকরণ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।
সরকারের কঠোর অবস্থান
প্রধান উপদেষ্টার কার্যালয় পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, যে কোনো ধরনের সহিংসতা প্রতিহত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ এবং এই বিষয়ে কোনো আপসের সুযোগ নেই।
বিশ্লেষকদের মতে, ডিএমপি কমিশনারের মন্তব্যের বিরুদ্ধে সরকারের এই শক্ত প্রতিক্রিয়া ধর্ষণ ও যৌন সহিংসতা মোকাবিলায় প্রশাসনের দায়বদ্ধতাকে সামনে নিয়ে এসেছে।
বাংলাবার্তা/এমএইচ