
ফাইল ছবি
করোনা মহামারির সময় ভ্যাকসিন আমদানির নামে অন্তত ২২ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে বেক্সিমকো গ্রুপসহ বিগত সরকারের একাধিক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগের আওতায় রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, তৎকালীন স্বাস্থ্য সচিব লোকমান হোসেনসহ একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা।
দুদকে দাখিল করা অভিযোগে বলা হয়েছে, বাংলাদেশি প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড করোনার সময় বঙ্গভ্যাক্স নামে একটি ভ্যাকসিন বাজারজাত করার উদ্যোগ নেয়। তবে, সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান গ্লোব বায়োটেককে বেক্সিমকোর সঙ্গে যৌথভাবে ভ্যাকসিন বাজারজাত করার প্রস্তাব দেন। গ্লোব বায়োটেক এতে রাজি না হওয়ায়, ভ্যাকসিন আমদানির পথ বেছে নেয় একটি শক্তিশালী সিন্ডিকেট।
অভিযোগ রয়েছে, বঙ্গভ্যাক্সকে বাজারে আসতে না দিয়ে এই সিন্ডিকেট ভ্যাকসিন আমদানির মাধ্যমে বিপুল অর্থ আত্মসাৎ করেছে। এতে নেতৃত্ব দেন সালমান এফ রহমান, জাহিদ মালেক, মোদাচ্ছের আলী, আহমদ কায়কাউসসহ একাধিক ব্যক্তি।
দুদক সূত্র জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রাথমিক অনুসন্ধানে বেশ কিছু অসঙ্গতি পাওয়া গেছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।
বাংলাবার্তা/এমএইচ