
ফাইল ছবি
দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্ভূত উদ্বেগ মোকাবিলায় জরুরি বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (১৭ মার্চ) বেলা সোয়া ১১টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। এতে দেশের ১২৭ জন শীর্ষ পুলিশ কর্মকর্তা উপস্থিত রয়েছেন।
বৈঠকের উদ্দেশ্য:
প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার রোববার (১৬ মার্চ) এক সংবাদ সম্মেলনে জানান, সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে পর্যালোচনা ও করণীয় ঠিক করতে বৈঠকের আয়োজন করা হয়েছে।
উপস্থিত ব্যক্তিরা:
বৈঠকে দেশের সব জেলা পুলিশ সুপার (এসপি), রেঞ্জ ডিআইজি, মহানগর পুলিশ কমিশনার, পুলিশ সদর দপ্তরের তিনজন ডিআইজি, সব অতিরিক্ত আইজিপি ও আইজিপিরা অংশ নিয়েছেন।
সূত্র জানায়, আইনশৃঙ্খলা রক্ষায় করণীয় পদক্ষেপ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন প্রধান উপদেষ্টা। এছাড়া, নির্বাচনকালীন নিরাপত্তা, সন্ত্রাস দমন এবং সাম্প্রতিক অপরাধ পরিস্থিতি নিয়েও আলোচনা হবে।
বৈঠকের বিস্তারিত সিদ্ধান্ত শিগগিরই গণমাধ্যমের মাধ্যমে জানানো হবে বলে প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে।
বাংলাবার্তা/এমএইচ