
ফাইল ছবি
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন ও ইসলামি সন্ত্রাসীদের হুমকি রয়েছে বলে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড যে অভিযোগ করেছেন, তা বিভ্রান্তিকর ও ভিত্তিহীন বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে বলেছে, এই ধরনের মন্তব্য দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এবং বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
সোমবার (১৭ মার্চ) ভারত সফররত তুলসী গ্যাবার্ড এনডিটিভি ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেন, বাংলাদেশে সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছে এবং ইসলামপন্থি সন্ত্রাসীদের উত্থান নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। তার মতে, এই হুমকি ইসলামি খিলাফত প্রতিষ্ঠার আদর্শ ও উদ্দেশ্যের সঙ্গে সম্পৃক্ত।
তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করা হয়েছে। বিবৃতিতে প্রেস সচিব শফিকুল আলম বলেন, "বাংলাদেশ সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের উদাহরণ। সংখ্যালঘুদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগের কোনো বাস্তব ভিত্তি নেই।"
তিনি আরও বলেন, "বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাজ করছে। এখানে কোনো ইসলামি খিলাফতের ধারণা বা উগ্রপন্থার ভিত্তি নেই। এ ধরনের মন্তব্য শুধু বিভ্রান্তি ছড়ায় এবং বাংলাদেশকে ভুলভাবে উপস্থাপন করে।"
বিবৃতিতে আরও উল্লেখ করা হয় যে, রাজনৈতিক ও জনপরিচিত ব্যক্তিদের এ ধরনের স্পর্শকাতর বিষয়ে কথা বলার আগে বাস্তব তথ্যের ভিত্তিতে মন্তব্য করা উচিত। বাংলাদেশ সব ধরনের চরমপন্থা ও সাম্প্রদায়িক উত্তেজনার বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।
বাংলাবার্তা/এমএইচ