
ফাইল ছবি
ঈদুল ফিতর ২০২৫ উপলক্ষে সারাদেশে হাসপাতালগুলোর জরুরি সেবা নিশ্চিত করতে ১৬ দফা নির্দেশনা জারি করেছে স্বাস্থ্যসেবা অধিদপ্তর। হাসপাতালগুলোতে জরুরি বিভাগ, প্রসূতি কক্ষ, ইমার্জেন্সি অপারেশন থিয়েটার (ওটি) এবং ল্যাব সেবাসহ অন্যান্য জরুরি সেবা সার্বক্ষণিক চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া হাসপাতালে চিকিৎসকদের সার্বক্ষণিক উপস্থিতি নিশ্চিত করতে অতিরিক্ত চিকিৎসক নিয়োগ এবং প্রয়োজনীয় জনবল সমন্বয়ের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব নির্দেশনা প্রকাশ করা হয়। চিঠিতে বলা হয়েছে, ঈদের ছুটির সময়ে হাসপাতালগুলোতে কার্যক্রম পরিচালনার জন্য আগাম প্রস্তুতি নিতে হবে এবং চিকিৎসাসেবায় কোনো ধরনের ব্যাঘাত ঘটতে দেওয়া যাবে না। জরুরি বিভাগে সার্বক্ষণিক চিকিৎসক রাখতে হবে এবং ছুটির আগে ও পরে পর্যাপ্ত জনবল সমন্বয়ের মাধ্যমে কর্মস্থলে সেবা নিশ্চিত করতে হবে।
চিঠিতে আরও বলা হয়েছে, ছুটির সময় হাসপাতালগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ রাখতে হবে। পাশাপাশি হাসপাতালগুলোর স্টোরে যথেষ্ট পরিমাণে ওষুধ, সার্জিক্যাল সামগ্রী এবং জরুরি সরঞ্জাম মজুদ রাখতে হবে। এম্বুলেন্স সেবা সার্বক্ষণিক চালু রাখতে হবে এবং কোনো রোগী রেফার করার আগে প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করতে হবে।
এছাড়া, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রধানদেরকে ঈদের দিন রোগীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে এবং উন্নতমানের খাবারের ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে। একইভাবে, সকল বেসরকারি ক্লিনিক ও হাসপাতালকে জরুরি এবং প্রসূতি সেবা চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ নির্দেশনা অনুসারে, হাসপাতালগুলোতে ঈদের ছুটির সময়ও সেবা প্রদান অব্যাহত থাকবে, যাতে কেউ অসুস্থ হলে যথাযথ চিকিৎসা সেবা পেতে পারেন।
বাংলাবার্তা/এমএইচ