
ছবি: সংগৃহীত
ঈদুল ফিতরের সময় দেশের ঐতিহ্য অনুযায়ী নতুন টাকা দেওয়া হলেও এবারে সেটা হচ্ছে না। প্রতি বছর ঈদের সময় বাংলাদেশ ব্যাংক নতুন নোট বাজারে ছাড়ে, যা সাধারণত সালামি হিসেবে দেওয়া হয়। তবে এবারের ঈদে নতুন টাকার সরবরাহে কিছুটা দেরি হওয়ায় হতাশা প্রকাশ করেছেন অনেকেই। সেই সঙ্গে উঠছে প্রশ্ন, কবে হাতে পাওয়া যাবে নতুন টাকা? এছাড়া নতুন টাকায় কী থাকবে ব্যক্তির ছবি, না কি অন্য কিছু?
এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সম্প্রতি খালেদ মহিউদ্দিনের টক শোতে জানান, ঈদে নতুন টাকা বাজারে না আসার পেছনে বাংলাদেশ ব্যাংকের দেরিতে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি দায়ী। তিনি বলেন, “সেন্ট্রাল ব্যাংক যদি আগে সিদ্ধান্ত নিতো, ডিজাইনেও পরিবর্তন করা যেতো, কিন্তু সময়মতো সেটা হয়নি। আমাদের সময় (যখন তিনি গভর্নর ছিলেন) টাকায় কোনো ব্যক্তির ছবি ছিল না। ঐতিহাসিক স্থাপনাগুলোর ছবি দেয়া হয়েছিল।”
এছাড়া, নতুন টাকার ব্যাপারে অর্থ উপদেষ্টা আরও বলেন, “বঙ্গবন্ধুর ছবি দেওয়া হয়েছে, তবে ডিজাইনটি অনেক পরে তৈরি হয়েছে, তাই সময় লাগছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এপ্রিল মাসের মধ্যে নতুন টাকা আসবে।”
তিনি আরও বলেন, “বয়সকালে নতূন টাকা না পাওয়ার বিষয়টি দুর্ভাগ্যজনক, তবে ডিজাইনে এবার কোনো ব্যক্তির ছবি থাকবে না। এটি আরও সময়োপযোগী হবে যদি দেশের ঐতিহাসিক সিম্বল বা মূর্তিগুলোর ছবি রাখা হয়।”
অর্থ উপদেষ্টা বলেন, নতুন সরকারের দায়িত্ব নেওয়ার পর এমন পরিকল্পনা নেওয়া হলে ঈদের আগে নতুন টাকা পাওয়ার সম্ভাবনা ছিল। তিনি উল্লেখ করেন, "যদি সেন্ট্রাল ব্যাংক আগেভাগে সিদ্ধান্ত নিতো, তাহলে আমরা জানুয়ারির মধ্যেই নতুন টাকা পেতে পারতাম।"
ঈদে নতুন টাকা সালামি হিসেবে দেওয়ার ঐতিহ্য প্রতি বছরই দেখতে পাওয়া যায়, তবে এবারের দেরির কারণে তা মিস হতে যাচ্ছে, যা সাধারণ মানুষের মধ্যে কিছুটা হতাশা তৈরি করেছে।
বাংলাবার্তা/এমএইচ