
ছবি: সংগৃহীত
বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর সংঘটিত আক্রমণকে ধর্মীয় নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এসব ঘটনা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির সাথে সম্পর্কিত, যা সরকার যথাযথ পদক্ষেপ নিয়ে মোকাবেলা করছে।
মঙ্গলবার বাংলাদেশের রাজধানী ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাষ্ট্রের সিনেটর গ্যারি পিটার্সের সাথে সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।
গ্যারি পিটার্স, যিনি মিশিগানে বাংলাদেশি বংশোদ্ভূতদের প্রতিনিধিত্ব করেন, তিনি বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণের ঘটনা তুলে ধরে কিছু ভুল তথ্যও সবার সামনে আনেন।
এর প্রতিক্রিয়ায় অধ্যাপক ইউনূস বলেন, “বাংলাদেশে সম্প্রতি হিন্দুদের ওপর আক্রমণ কোনো ধর্মীয় কারণে নয়, বরং রাজনৈতিক পরিস্থিতির ফলস্বরূপ হয়েছে।” তিনি আরও বলেন, সরকার এসব ঘটনার মোকাবেলায় ইতোমধ্যে ব্যবস্থা নিয়েছে এবং এ ধরনের ঘটনা আরও রোধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
অধ্যাপক ইউনূস তার বক্তব্যে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা এবং সংস্কারের বিষয়ে আলোচনা করেন। তিনি জানান, রাজনৈতিক দলগুলো যদি ছোট সংস্কার চায়, তবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে। তবে বড় সংস্কারের জন্য আরও সময় প্রয়োজন হতে পারে। এই বিষয়ে রাজনৈতিক দলগুলোর সম্মতির পর, আগামী জুলাই মাসে একটি চার্টারে স্বাক্ষর করা হবে।
এছাড়া, সাক্ষাৎকালে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়েও আলোচনা হয়েছে, যাতে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও বৃদ্ধি পায়।
বাংলাবার্তা/এমএইচ