
ফাইল ছবি
মিথ্যা তথ্যের মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় (ডব্লিউএইচও) চাকরি নেওয়া এবং বিভিন্ন ব্যাংকের কাছ থেকে ৩৩ কোটি টাকা আদায়ের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ দুদকের উপপরিচালক তাহসীন মুনাবীল হক মামলাগুলো দায়ের করেন।
কী অভিযোগ রয়েছে?
প্রথম মামলায় অভিযোগ করা হয়েছে, সায়মা ওয়াজেদ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) শিক্ষকতা বা শিক্ষা ম্যানুয়েল রিভিউ সংক্রান্ত কোনো কাজ করেননি। কিন্তু ২০২৩ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদের জন্য তিনি মিথ্যা তথ্য দিয়ে আবেদন করেন এবং সেই পদে নিয়োগ পান।
দুদকের অনুসন্ধানে জানা গেছে, সায়মা ওয়াজেদ তার আবেদনপত্রে বিএসএমএমইউ-তে শিক্ষকতা ও শিক্ষা ম্যানুয়েল রিভিউ সংক্রান্ত কাজে সংশ্লিষ্ট থাকার তথ্য দেন। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, তিনি সেখানে এমন কোনো দায়িত্বে ছিলেন না। ফলে জালিয়াতির মাধ্যমে চাকরি পাওয়ার অভিযোগ এনে দণ্ডবিধির ৪২০, ৪৬৮, ৪৭১ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা করা হয়েছে।
ব্যাংক থেকে অর্থ আদায়ের অভিযোগ
দ্বিতীয় মামলায় অভিযোগ করা হয়েছে, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসভুক্ত ২০টি ব্যাংকের সিএসআর (করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি) তহবিল থেকে সূচনা ফাউন্ডেশনের নামে ৩৩ কোটি টাকা আদায় করেন সায়মা ওয়াজেদ পুতুল ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার।
দুদক বলছে, প্রভাব খাটিয়ে ব্যাংকগুলোর কাছ থেকে এই অর্থ সংগ্রহ করা হয়েছে, যা অনৈতিক ও দুর্নীতির শামিল।
পরবর্তী পদক্ষেপ
দুদক জানিয়েছে, মামলাগুলোর ভিত্তিতে বিস্তারিত তদন্ত শুরু হবে এবং দোষ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে সায়মা ওয়াজেদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বাংলাবার্তা/এমএইচ