
সংগৃহীত
নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধিত ৯৬টি দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিলের সুপারিশ করেছে কমিশনের একটি বিশেষ কমিটি। ইসি চূড়ান্ত সিদ্ধান্ত নিলে এসব সংস্থার নিবন্ধন বাতিল করা হবে।
বৃহস্পতিবার (২১ মার্চ) নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার তার কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে তিনি সীমানা পুনর্নির্ধারণ, রাজনৈতিক দল নিবন্ধন, নির্বাচন প্রস্তুতি ও ভোটকেন্দ্র স্থাপন সংক্রান্ত কমিটির সভা করেন। তিনি এ কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
নিবন্ধন বাতিলে নতুন নীতিমালা
মো. আনোয়ারুল ইসলাম সরকার জানান, নির্বাচন কমিশন দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর নিবন্ধনের জন্য একটি নতুন নীতিমালা প্রণয়ন করছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে কিছু সংস্থার নিবন্ধন অবশ্যই বাতিল করা হবে। যদি কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেয়, তাহলে বিদ্যমান সব সংস্থার নিবন্ধন বাতিল হতে পারে।
রাজনৈতিক দল নিবন্ধন ও আদালতের আদেশ
রাজনৈতিক দল নিবন্ধনের বিষয়ে এক প্রশ্নের জবাবে কমিশনার বলেন, এই বিষয়ে উচ্চ আদালতে একটি রিট হয়েছে। আদালতের আদেশ না পাওয়া পর্যন্ত এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। তিনি আশা প্রকাশ করেন, আগামী সপ্তাহের মধ্যে আদালতের আদেশ পাওয়া যাবে, এরপর নির্বাচন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
ভোটকেন্দ্র স্থাপন ও সীমানা পুনর্নির্ধারণ
ভোটকেন্দ্র স্থাপন নীতিমালার বিষয়ে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, এ নিয়ে আলোচনা চলছে এবং একটি খসড়া নীতিমালা প্রস্তুত করা হচ্ছে। জাতীয় সংসদ নির্বাচনের আসনসীমা পুনর্নির্ধারণের বিষয়ে আপডেট সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, এই মুহূর্তে কোনো নতুন তথ্য নেই।
স্বচ্ছ নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি
নির্বাচন কমিশনার বলেন, "আমরা চাই একটি স্বচ্ছ ও বিতর্কহীন নির্বাচন আয়োজন করতে।" তিনি উল্লেখ করেন, "যারা অতীতে নির্বাচন সংশ্লিষ্ট থেকে বিতর্কের জন্ম দিয়েছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। অনেকের চাকরি চলে গেছে, এবং সরকারও কঠোর পদক্ষেপ নিয়েছে। ভবিষ্যতে যেন এ ধরনের বিতর্ক তৈরি না হয়, সেজন্য নির্বাচন কমিশন সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে।"
নির্বাচন কমিশন এবার একটি "নজিরবিহীন স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ" বলে তিনি জানান।
বাংলাবার্তা/এমএইচ