
ফাইল ছবি
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আগামী এপ্রিলের প্রথম সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। বিমসটেক সম্মেলনের সাইডলাইনে এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে। দুই নেতা আগামী ২ থেকে ৪ এপ্রিল বিমসটেক সম্মেলনে অংশগ্রহণের জন্য থাইল্যান্ড সফর করবেন।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, ‘আমরা ভারতের কাছে দুই নেতার বৈঠক করার জন্য অ্যাপ্রোচ করেছি’। প্রধান উপদেষ্টা ড. ইউনূস ২৮ মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন, যা এক সপ্তাহের ব্যবধানে চীন ও ভারতের সরকার প্রধানদের সঙ্গে তাঁর বৈঠক হওয়ায় আঞ্চলিক পরিপ্রেক্ষিতে তা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
নিউইয়র্কে গত সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনেও মোদির সঙ্গে ড. ইউনূসের বৈঠক করার পরিকল্পনা ছিল, কিন্তু দুই নেতার সফরের সময় ও কর্মসূচি আলাদা হওয়ার কারণে সে সময় বৈঠকটি হতে পারেনি। তবে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ওমানে ভারত মহাসাগরীয় সম্মেলনের সাইডলাইনে বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, যেখানে বাংলাদেশ ও ভারতের মধ্যে ভালো সম্পর্ক বজায় রাখার বিষয়ে উভয়পক্ষ একমত হয়।
ড. ইউনূস এবং মোদির বৈঠক হলে তা বাংলাদেশের আঞ্চলিক কূটনৈতিক পরিসরে নতুন দিক নির্দেশনা নিয়ে আসবে বলে কূটনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন।
বাংলাবার্তা/এমএইচ